Header Ads Widget

Responsive Advertisement

সূরা ফীল (الفيل)

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

উচ্চারণঃ আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।

অর্থঃ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ

উচ্চারণঃ আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

অর্থঃ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?



وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

উচ্চারণঃ ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

অর্থঃ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

উচ্চারণঃ তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

অর্থঃ যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ

উচ্চারণঃ ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

অর্থঃ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

Post a Comment

0 Comments